নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির নির্বাচনী পথসভার মধ্যে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো একই অঞ্চলের আটটি পরিবার। গতকাল রাত্রিকালীন শান্তিপুর বেলঘড়িয়া দু’নম্বর অঞ্চলের ১৫ নম্বর পি এস এর অধীনে গবার চর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় শান্তিপুর বিজেপির মন্ডল টু এর উদ্যোগে আয়োজন করা হয় এক নির্বাচনী পথসভার। বক্তব্য রাখেন জেলা বিজেপি শীর্ষ নেতৃত্বরা। পথ সাভার শেষে ওই অঞ্চলের ৮টি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করে বিজেপিতে। বিজেপির দাবি ওই পরিবারগুলি তৃণমূল দল করলেও অনেকদিন বিজেপিতে আসার জন্য ইচ্ছা প্রকাশ করে। এছাড়াও সারা রাজ্যজুড়ে যেভাবে শাসক দলের দুর্নীতি চলছে তৃণমূলের প্রতি আর আস্থা নেই তাদের, সেই কারণে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এসে কাজ করতে চাইছেন তারা। এই যোগদান নিয়ে ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ জেলার সম্পাদক সোমনাথ কর বলেন, সারা রাজ্যজুড়ে যেভাবে চুরি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের নাজেহাল অবস্থা, এবং তৃণমূল কংগ্রেসের যে কার্যাবলী সারা বাংলা জুড়ে চলছে তাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। শুধু বেলঘড়িয়া দু’নম্বর অঞ্চল নয় আগামী দিনে সারা রাজ্য জুড়ে দেখা যাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য হিড়িক পড়েছে। আর ভারতীয় জনতা পার্টি সকলকে স্বাগত জানিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করার সুযোগ করে দেবে ওই মানুষগুলোকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বিজেপির নির্বাচনী পথসভার মধ্যে দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো একই অঞ্চলের...