বুনিয়াদপুরে রাজবংশী তপশিলি আদিবাসী মহাজোটের মিছিল আটকাতে সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয় শহর জুড়ে।

0
263

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজবংশী তপশিলি আদিবাসী মহাজোটের পক্ষ থেকে বুনিয়াদপুর শহরে মিছিল বের হওয়ার আগেই ১৪৪ ধারা জারি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে রাজবংশী তপশিলি আদিবাসী মহাজোটের পক্ষ থেকে মিছিল বের হওয়ার কথা ছিল। মিছিল আটকাতে সকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয় শহর জুড়ে। সকাল থেকেই শতাধিক পুলিশ কর্মী মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় রুটমার্চ করে। কোনরকম জমায়েত এড়াতে প্রশাসনের উদ্যোগ সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এলাকার বিভিন্ন প্রান্তে ১৪৪ ধারা জারি নিয়ে মাইকিং করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ১৪৪ ধারা জারি করার কারণে জাতীয় সড়ক ছিল প্রায় শুনশান। পাশাপাশি দিনভর পুলিশের পক্ষ থেকে রুট মার্চ চলতে থাকে।