মমতা ও অভিষেক দুজনেই চাইছে যে উত্তরবঙ্গের রাজবংশীদের উপর এই ভাবে অত্যাচার হউক : সুকান্ত মজুমদার।

0
244

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৭ এপ্রিল:-  কালিয়াগঞ্জের কিশোরী খুনের ঘটনায় উত্তপ্ত কালিয়াগঞ্জ । ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পর ‘ট্রিগার হ্যাপি’ হয়ে গেছে পুলিশ প্রশাসন । বালুরঘাটে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি । এদিন তিনি বালুরঘাটে সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার জানিয়েছেন, পুলিশের এমন গতিবিধি নিয়ে চিন্তিত তিনি । তাঁর অভিযোগ উত্তরবঙ্গের রাজবংশীরা যেহেতু বিজেপিকে ভোট দিয়েছে । সেকারনেই এসসি সম্প্রদায়ের মানুষকে গুলি করে মারা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির । উল্লেখ্য, কালিয়াগঞ্জের ঘটনায় বুধবার রাতে এক বাসিন্দাকে পুলিশ গুলি করে মেরেছে বলে অভিযোগ । ঘটনার প্রতিবাদে দুই দিন আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি দল ।
রাধিকাপুরের ঘটনা প্রসঙ্গে,,,

রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক….

মমতা বন্দোপাধ্যায়ের প্রেসমিটর পর পুলিশ ট্রিগার-হ্যাপি হয়ে উঠেছে। যেহেতু উত্তরবঙ্গের রাজবংশীরা বিজেপিকে ভোট দিয়েছেন তাই তাদের উপর নিপীড়ন করে মারা হচ্ছে। এর প্রতিবাদে রাজ্য জুড়ে এসসি মোর্চার তরফে বিক্ষোভ চলবে। মুখ্যমন্ত্রীই ইঙ্গিত দিয়েছেন এই গুলি করার জন্য। যাতে বিজেপি সমর্থকদের মনে ভীতি জন্মায়। যখন সিএএ নিয়ে ট্রেন পোড়ানো সময় পুলিশ সম্পর্কে আপনার মুখ্যমন্ত্রীর এই বাণী কোথায় ছিল?

মমতা ও অভিষেক দুজনেই চাইছে যে উত্তরবঙ্গের রাজবংশীদের উপর এই ভাবে অত্যাচার হউক।