২৮ শতক জায়গার উপর তৈরি হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপক প্রকল্প।

0
290

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় জমে থাকছে জঞ্জাল।স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাড়ির আবর্জনা ফেলার জায়গা পান না। অনেক জায়গায় রাস্তার ধারে বা মাঠের ধারে তা জমতে থাকে। এই সমস্যা দূর করতে বছর কয়েক আগে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপোতা এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থা প্রকল্প চালু করার কথা ভাবেন প্রশাসন। যদিও সেই সময়ে স্থানীয় এলাকা থেকে বাধা সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের দাবী ছিল এখানে প্রকল্প চালু হলে তা থেকে দুর্গন্ধ ছড়াবে যদিও পরবর্তীকালে প্রশাসনের তরফে জানানো হয় বিশেষজ্ঞদের দিয়ে কাজ হবে আশেপাশের বাসিন্দাদের কোন রকম সমস্যা হবে না। শান্তিপুর বিধানসভার দশটি পঞ্চায়েতের পচনশীল এবং অপচনশীল আবর্জনা সেখানে জমা করা হবে সেখান থেকে তৈরি হবে জৈব সার । প্রশাসন সূত্রে জানা যায় এর জন্য প্রাথমিকভাবে ৪৬ লক্ষ টাকার ব্যয় ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। এই প্রকল্পের পাশাপাশি শান্তিপুর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি করা হচ্ছে এখানেই। আপাতত ১২ টি ছোট গাড়ি তৈরি রাখা হচ্ছে জঞ্জাল সংগ্রহের জন্য। প্রয়োজনের সংখ্যা আরো বৃদ্ধি পাবে । ইতিমধ্যেই পঞ্চায়েতে এসে পৌঁছেছে একটি ট্রাক্টর। পঞ্চায়েত এলাকায় প্রত্যেক বাড়িতে দুটি করে পাত্র দেওয়া হবে যেখানে বাড়ির পচনশীল এবং অপচনশীল আবর্জনা আলাদা আলাদা ভাবে জমা করবেন তা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে নিয়ে আসবে গাড়ি। তাতে এলাকার যেমন জঞ্জালমুক্ত হবে পাশাপাশি দূষণও কমবে বলে মনে করা হচ্ছে।