খড়্গপুর রেলস্টেশন চত্বরে দোকানদারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করার রেলের সিদ্ধান্তের প্রতিবাদে খড়্গপুর DRM দপ্তরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

0
243

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর রেলস্টেশন চত্বরে দোকানদারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করার রেলের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার খড়্গপুর DRM দপ্তরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করল নাগরিক প্রতিরোধ মঞ্চ। শুক্রবার খড়্গপুর স্টেশন চত্বরে এই দাবিতেই চলে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ দেখানো হয় ডি আর এম দপ্তরে। নাগরিক প্রতিরোধ মঞ্চের দাবি রেল দপ্তর দোকানদারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করার চেষ্টা করছে । কেন্দ্রীয় সরকার জাতীয় হকার নীতি অনুযায়ী বিকল্প ব্যবস্থা না করে কোন হকারকে উচ্ছেদ করতে পারে না কিন্তু রেল প্রশাসন কোন নিয়ম নীতি তোয়াক্কা না করেই হকার উচ্ছেদের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। আমাদের দাবী খড়্গপুর স্টেশন চত্বর কর্পোরেট মালিকদের হাতে তুলে দেওয়া চলবে না, উন্নয়নের নাম করে মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া চলবে না, রেলসহ রাষ্ট্রায়ত্ত সম্পত্তির বেসরকারিকরণ করা চলবে না। নাগরিক প্রতিরোধ মঞ্চের সম্পাদক সুরঞ্জন মহাপাত্রের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল ডি আর এম এর নিকট ডেপুটেশন দেন। সুরঞ্জন বাবু বলেন রেল পুনর্বাসন না দেওয়া পর্যন্ত দীর্ঘস্থায়ী আন্দোলন চলবে।এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক প্রতিরোধ মঞ্চের সদস্য বংশী মন্ডল, গোপাল মাইতি, সূর্য পয়ডা, শীর্ষেন্দু শাসমল, দীপক পাত্র, দীনেশ মেইকাপ প্রমুখ নেতৃবৃন্দ।