দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি-র ডাকা বনধ্-এর জেরে রাস্তায় আটকে পানীয় জলের ট্যাঙ্কার, অপরদিকে পানীয় জলের জন্য হাহাকার গ্রামে গ্রামে, জলের ট্যাঙ্কার গ্রামে আনতে বনধ্-এর ব্যারিকেড ভাঙলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। জরুরী পরিষেবার অন্তর্ভুক্ত পানীয় জলের ট্যাঙ্কার আটকানোর ঘটনায় নিন্দার ঝড়। শুক্রবার এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ১০নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর এলাকার। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকে পানীয় জলের সংকট দীর্ঘদিনের। যে সমস্যা মেটাতে তপন ব্লকের একাধিক গ্রামে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে যেমন একদিকে তেমনি পানীয় জলের সংকট মেটাতে প্রতিদিন গ্রামে গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পৌছে দিয়ে পানীয় জলের সমস্যা মোকাবিলায় চেষ্টা করছে। জানা গেছে ১০নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিদিন চেচড়াকুড়ি, ডাইং, বালাপুর, ঘোষ পাড়া, নিমপুর, হাজিপুর, কাসিবাতি, দিলালপুর সহ একাধিক গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হয়। এদিনও সেই মত পানীয় জলের ট্যাঙ্কারগুলি নিয়ে ২টি ট্রাক্টর গ্রাম অভিমুখে রওনা হলে বনধ্ সমর্থনকারীরা বালাপুর চৌরঙ্গী মোড়ে পানীয় জলের ট্যাঙ্কারগুলিকে আটকে দেয়। ফলে গ্রামে পানীয় জল না পৌছানোয় ডাইং সহ একাধিক গ্রামে পানীয় জলের জন্য কার্যত হাহাকার পরিস্থিতি তৈরী হয়। পানীয় জলের ট্যাঙ্কার আটকে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন একাধিক গ্রামের বাসিন্দারা। ক্ষুব্ধ গ্রামবাসীদের বক্তব্য বাড়িতে বৃদ্ধ-শিশু রয়েছে, পানীয় জলের অভাবে বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। পানীয় জলের ট্যাঙ্কার গ্রামে না আসতে দিলে শিশুরা খাবে কি বলেও প্রশ্ন তোলেন ক্ষুব্ধ মহিলারা। অপরদিকে পানীয় জলের ট্যাঙ্কার আটকানোর ঘটনা নিন্দায় সরব হন পথচলতি মানুষরাও। এরপরে ডাইং গ্রামের ক্ষুব্ধ মহিলারা বালতি হাতে বালাপুর চৌরঙ্গী মোড়ে এসে উপস্থিত হয় এবং বালুরঘাট – তপন রাজ্য সড়ক অবরুদ্ধ করা বনধ্ সমর্থনকারীদের বাশের বেরিকেড ভেঙ্গে দেন। বনধ্ সসমর্থনকারীদের অবরোধ উঠে যাওয়ার পর পানীয় জলের ট্যাঙ্কার পৌছায় গ্রামে গ্রামে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ১০নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা বর্মণ বলেন আমরা গ্রামে গ্রামে পানীয় জল পৌছে দেওয়ার যেখানে প্রাণপণ চেষ্টা করছি সেখানে পানীয় জলের ট্যাঙ্কার আটকে দেওয়া ভাল কাজ হতে পারে না। তিনি এও বলেন পানীয় জল আটকে রাজনীতি করা উচিৎ নয়। ঘটনা প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী বলেন পানীয় জল বা খাবার বা অন্যান্য জরুরী বিষয়কে কখনোই বনধ্-এর আওতায় রাখিনি, দুর্ভাগ্যক্রমে কোথাও যদি আটকা পড়ে থাকে তাহলে সেই ঘটনাকে আমরা সমর্থন করি না। পাশাপাশি এই ঘটনায় তিনি ১০নং গ্রাম পঞ্চায়েতের প্রধান-এর মন্তব্যকে রাজনৈতিক প্রণোদিত আখ্যা দিয়ে তোপ দেগে বলেন উনারা চেষ্টা করেছিলেন এরকম বিভিন্ন অভিযোগ তুলে মানুষের মনোভাবকে ঘোরানো, বিজেপি কর্মী সমর্থকরা জল বা ঔষধ কিছু আটকে এরকম কোন অভিযোগ আমার কাছে আসেনি, যদি হয়েও থাকে তাহলে তা আমরা সমর্থন করি না।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বিজেপি-র ডাকা বনধ্-এর জেরে রাস্তায় আটকে পানীয় জলের ট্যাঙ্কার, ব্যারিকেড ভাঙল ক্ষুব্ধ...