পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রমিক সাপ্লাই দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা।গ্রেফতার ছয়। ধৃত দের কাছ থেকে দশটি মোবাইল ও পাঁচ টি বাইক উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অনন্তপুর গ্রাম পঞ্চায়েত থেকে ছয় জন কে গ্রেফটার করলো পুলিশ। মূলত এদের হেলো পার্টি নামেই ছেনে। এক ব্যাক্তি কাজের জন্যে শ্রমিক লাগবে বলে এই ধৃত দের কে ফোন মারফত জানায়। ধৃতরা ফোন মারফত বিভিন্ন অজুহাতে শ্রমিক সাপ্লাই না দিয়ে বারে বারে দফায় দফায় টাকা নেয়। কখনো শ্রমিক দের ট্রেনে পাঠানোর জন্য বা শ্রমিক দের রাস্তায় নিয়ে যাওয়ার সময় পুলিশ ধরে জরিমানা ও শ্রমিক দের শরীর অসুস্থ থাকায় তায় শ্রমিক পাঠাতে পারেনি। সেই ওই ব্যাক্তি তমলুক থানায় মেল মারফত অভিযোগ করলে। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে রেড করে ছয় জন কে গ্রেফতার করে। আজকে তাদের তমলুক জেলা আদালতে পাঠিয়েছে। ধৃত দের কাছ থেকে দশ টি মোবাইল ও পাঁচ টি বাইক উদ্ধার করেছে। পুলিশ এই ধৃত দের রিমান্ড এ নিয়ে এই ঘটনায় আর কে কে যুক্ত আছে তাদের নাম জানার চেষ্টা করছে।