জঙ্গল কেটে আবাসন নির্মান হলে অক্সিজেনের অভাবে কষ্ট পেতে হবে মানব জাতিকেই, জলপাইগুড়িতে বললেন মেধা পাটেকর।

0
345

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার শহরে একটি আলোচনা সভায় যোগ দেবার পূর্বে দেশের অন্যতম পরিবেশ প্রেমী এবং নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকর গরামারা জাতীয় উদ্যান এলাকার লাটাগুড়ি অঞ্চলে জঙ্গল ঘেঁষে বেসরকারী আবাসন প্রকল্পের স্থান পরিদর্শনে যান। এরপরেই তিনি জানান যা দেখে এলাম তাতে আতঙ্কিত হবার বিষয়।
জঙ্গল ধ্বংস করে হাতি চলাচলের রাস্তা আটকে যে নির্মান করা হচ্ছে তাতে সব থেকে বেশি ক্ষতির মুখে পরবে মানব জাতি, কারন জঙ্গল কেটে ফেলায় অক্সিজেনের অভাব হবেই, আর অক্সিজেন কি তাতো আমরা বুঝেছি করোনা অতিমারির সময়, কত মানুষের মৃত্যু হয়েছে, শুধু মাত্র অক্সিজেনের অভাবে।