কোচবিহার, ২৯ এপ্রিল: বিজেপির সংসদকে গ্রেপ্তারের দাবিতে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলনে নেমেছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। ভারতবর্ষের পাশাপাশি কোচবিহার জেলাতেও সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের এই মিছিল কোচবিহার শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিল থেকে বিজেপির সাংসদকে গ্রেফতারের দাবী জানান নেতৃত্বরা পাশাপাশি কালিয়াগঞ্জের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা। সংগঠনের নেত্রী নমিতা রায় কি জানিয়েছেন আমরা শুনবো
অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের ডাকে দেশজুড়ে সংহতি দিবস চলছে। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন দিল্লির যন্তর মন্তরে মহিলা কুস্তিগীররা ধরনায় বসে আছেন। তাদের অভিযোগ কুস্তি সংস্থার সভাপতি এবং বিজেপি সংসদ ব্রিজ ভূষণ সরন সিং কুস্তিগীর মহিলাদের ওপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালিয়ে যাচ্ছে। মহিলা কুস্তিগীররা উচ্চ নেতৃত্বের কাছে বারবার অভিযোগ জানালেও কোনরকম ব্যবস্থা নেয়নি। বরং দিনের পর দিন যৌন নির্যাতন চালিয়ে গিয়েছে। বাধ্য হয়ে ভিনেস ফগট, বজরং পুনিয়ারা দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন।
তাদের দাবি, যতদিন পর্যন্ত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ স্মরণ সিং কে সমস্ত পথ থেকে বরখাস্ত করে কঠোর শাস্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। যারা গোটা বিশ্বের সামনে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে তাদেরই আজকে ন্যায় বিচারের জন্য পথে নেমে আন্দোলন করতে হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে দেশজুড়ে মহিলারা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেকদিন ঘটে চলা নারী নির্যাতন, খুন, ধর্ষণের পেছনে বিজেপির নেতা মন্ত্রীরা কখনো নিজেরাই সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত আবার কখনো তারাই অপরাধীদের প্রটেকশন দিচ্ছে যার ফলস্বরূপ গোটা দেশজুড়ে আজ ভয়ঙ্করভাবে নারী নির্যাতন কোন ধর্ষণ বেড়েই চলেছে।
এদিন এবিষয়ে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নমিতা বর্মন জানান, মহিলা কুস্তিগীরদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে গোটা দেশজুড়ে আজ সংহতি দিবসের ডাক দিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজ কোচবিহার জেলা এআইএমএসএস এর পক্ষ থেকে কোচবিহার শহরে ক্ষুদিরাম স্কয়ারে জমায়েত করে শহর জুড়ে মিছিল এবং হরিশ পাল চৌপতিতে বিক্ষোভ সভা করা হয়। আমরা দাবি জানাচ্ছি