আবদুল হাই, বাঁকুড়াঃ প্রায়শই বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে আগুন লাগানো চিত্র দেখতে পাওয়া যায়। এছাড়াও অবৈজ্ঞানিকভাবে চাষের জমি বেড়া দিতে গিয়ে হত্যা হয় নিরীহ বন্যপ্রাণীর । আর এইসব কাজ থেকে মানুষকে বিরত করতে সচেতনতামূলক প্রচার অভিযানে নামল বনদপ্তর। বাঁকুড়া উত্তর বন বিভাগের বেলিয়াতোড় রেঞ্জের শুরু হল পথনাটিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচার অভিযান। আগামী রবিবার পর্যন্ত এই প্রচার অভিযান চালানো হবে বনদপ্তরের পক্ষ থেকে বলে জানা গেছে। দিন দিন জঙ্গল লাগোয়া দুটি করে গ্রাম বেছে নিয়ে সেই গ্রামের মানুষকে পথ নাটিকার মাধ্যমে সহজ সরল ভাষায় বন্যপ্রাণ হত্যা ও জঙ্গলের আগুন লাগানো থেকে বিরত করতে চালানো হবে সচেতনতামূলক প্রচার অভিযান। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনদপ্তরের রেঞ্জ অফিসার, বিট আধিকারিক সহ বন সুরক্ষা কমিটির সদস্যরা। এই প্রচার অভিযানে সাড়া মিলবে বলেই আশাবাদী বনদপ্তর।
Home রাজ্য দক্ষিণ বাংলা বন্যপ্রাণ হত্যা ও জঙ্গলে আগুন লাগানোর প্রবনতা কমাতে পথনাটিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচার...