রাজ্যের মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের লক্ষ্যে দু’দিনের কর্মশালা শুরু হল মালদায়।

0
157

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ — রাজ্যের মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের লক্ষ্যে দু’দিনের কর্মশালা শুরু হল মালদায়। শুক্রবার ছিল এই কর্মশালার প্রথম দিন। মালদা শহরের ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় এই কর্মশালার উদ্বোধন হয়। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর আবু তাহের কামরুদ্দিন। রাজ্য মাদ্রাসা বোর্ডের উপসচিব আজিজার রহমান, বোর্ড সদস্য একেএম হারহাদ ও শাকিলুর রহমান, সহ সচিব আসিফ ইকবাল, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সুজিত সামন্ত, জেলা সংখ্যালঘু আধিকারিক মনিরুদ্দিন ফারুকি প্রমুখ ওই উদ্বোধনে হাজির ছিলেন। ডক্টর আবু তাহের কামরুদ্দিন বলেন, মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের ভূমিকা রয়েছে। তাঁরা এদিন হাজির ছিলেন। এছাড়াও মাদ্রাসার বিজ্ঞান শিক্ষকরা শনিবার এই কর্মশালায় অংশ নেবেন। গরমের ছুটিতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে কীভাবে শিক্ষকশিক্ষিকারা সাহায্য করতে পারেন তা নিয়ে আলোচনা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অত্যন্ত আধুনিক হচ্ছে।