নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদহের চাঁচলে বসেই দেশজুড়ে অনলাইনে প্রতারণার জাল বিছিয়েছিল যুবক।প্রতারণার ফাঁদে ফেলে হরিয়ানার এক পুলিশকর্মীর কাছ থেকেও ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ।তদন্তে নেমে শুক্রবার চাঁচল থানার অরবরা এলাকা থেকে ওই চক্রের পাণ্ডা মাসিরুল হককে গ্রেফতার করে হরিয়ানার পুলিশ।তাকে জেরা করে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার তদন্তে হরিয়ানা পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল চাঁচলে এসেছে বলে খবর।ধৃতদের ট্রানজিট রিমান্ড চেয়ে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।ধৃতদের চাঁচল থেকে শুক্রবারই হরিয়ানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতরা হল চাঁচলের অরবরার বাসিন্দা মাসিরুল হক(৩৩), ডারাকান্দির বাসিন্দা বিট্টু আলি ও সাহাবাজপুরের বাসিন্দা ফিরদৌস আলম।
সূত্রের খবর,টেকনিক্যালি ভাবে তদন্ত করে চাঁচলে আসে হরিয়ানার তিন পুলিশ আধিকারিক।তারা চাঁচলে একটি অতিথি আবাসে ভাড়া থাকে।গত কয়েকদিন ধরে চাঁচল পুলিশের সহযোগিতায় তল্লাশি শুরু করেন অভিযুক্তদের।প্রথমে মাসিরুলকে গ্রেফতার করে।পরে মাসিরুলকে জিজ্ঞাসাবাদের পর এবং তার মোবাইল ফোন তদারকি করে আরোও দুজনকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ।