মনোজ্ঞ পরিবেশে প্রগতি নৃত্যালয়ার সুন্দর বাৎসরিক অনুষ্ঠান ।

0
259

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার সাংস্কৃতিক অঙ্গনে ছাতনা একটি উল্লেযোগ্য নাম।

সংস্কৃতির জগতে অনেক গুণী শিল্পী এই জেলার মুখ উজ্জ্বল করেছেন এই ছাতনা থেকে ।

প্রায় সারা বছর নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে।

৩০ ই এপ্রিল ছাতনা প্রগতি নৃত্যালয়া তাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করলো বাসুলি মন্দির মঞ্চে।

নৃত্য, গীতের সমারোহে ও এক ঝাঁক সংস্কৃতি জগতের গুণী মানুষের সমারোহে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই অনুষ্ঠানের উল্লেখ যোগ্য উপস্থিতি হলো বাচিক শিল্পী ত্রিদিব চক্রবর্ত্তী, সঙ্গীত শিল্পী মুকুল মুখার্জী, সমাজ সেবী যূথিকা সেনগুপ্ত,প্রদীপ সিংহদেও ও অন্যান্য গুণীজন বৃন্দ।

অনুষ্ঠানে ছাতনার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি দের সন্মানিত করা হয়।