অভিষেকের কাছে আবেদনের পরেই মিলল ফল, ফ্ল্যাটের প্রস্তাব নিয়ে বস্তি বাসীদের কাছে ছুটে গেলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

0
221

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার থেকে শুরু হয় তৃণমূলে নব জোয়ার কর্মসূচি। সেই কর্মসূচীতে এসে মদনমোহন বাড়িতে পুজো দিয়ে কোচবিহার লিচুতলা বস্তিতে গিয়ে বস্তিবাসীর সাথে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে যাওয়ার কয়েক দিনের মধ্যেই লিচুতলা বস্তিতে গিয়ে বস্তিবাসীর সাথে বৈঠক করলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সকালে লিচুতলা বস্তিতে গিয়ে বস্তিবাসীর সাথে দীর্ঘক্ষণ পাট্টা বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন তার সাথে সেখানে উপস্থিত ছিলেন ২০ ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলরগণ।

জানা গেছে, নিচুতলা এলাকার বস্তি মূলত ত্রিশ কাঠা জমিতে ৫৯টি পরিবার বসবাস করে। সেই জমির পাট্টা দিতে আধা কাটা করেও পাবে না। সেই কারণে সরকারের তরফে একটা প্রস্তাব এসেছে যে তাদের একটা তিন তলা ফ্ল্যাট বাড়ি করে দেওয়ার জন্য। সেই বিষয় নিয়ে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ওই বস্তির লোকজনদের সাথে কথা বলেন এবং স্থানীয় মানুষরা জানান তারা পাট্টা নেবেন। কিন্তু ফ্ল্যাট বাড়িতে যদি তারা থাকতে রাজি থাকেন তাহলে খুব দ্রুত সেই কাজ শুরু হবে বলে একথা জানান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।