ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের সাভাস্থলের পাশেই বাজ পড়ে বজ্রঘাতে মৃত সামেদ মল্লিক এর পরিবারের সাথে দেখা করলেন মন্ত্রী শশী পাঁজা

0
146

আবদুল হাই, বাঁকুড়াঃ গতকাল ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের সাভাস্থলের পাশেই বাজ পড়ে বজ্রঘাতে মৃত সামেদ মল্লিক এর পরিবারের সাথে দেখা করলেন মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী জোৎস্না মান্ডি, দেবাংশু ভট্টাচার্য, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
মৃত সামেদ মল্লিকের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বজ্রপাতে মৃত্যু হলে সরকারের ঘোষণা মতো দু লক্ষ টাকার চেক, সমব্যথীর প্রকল্পের ২০০০ টাকা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে দলীয়ভাবে তিন লক্ষ টাকা চেক পরিবারের হাতে তুলে দেয়া হয় এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাঁজার ঘোষণা মৃতের সামেদ মল্লিকের নাবালক পুত্রের পড়াশোনার খরচ খরচা বহন করবেন এবং মৃতের স্ত্রীকে অঙ্গনওয়াড়ি কিম্বা অন্য কোন সরকারি কাজে নিযুক্ত করার চেষ্টা করবেন অর্থাৎ দল সর রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সাথে সাথে সরকারও দেখবেন তার করণীয় কি। মৃত পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস আন্তরিকভাবে দাঁড়ানোতে খুশি এলাকার সর্বস্তরের মানুষ।