নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া ঝড় টা শুরু হয় প্রথমে প্রচন্ড মেঘ সাথে বিদ্যুতের ঝলকানি।পাশাপাশি মুষলধারে বৃষ্টি সাথে সীল। চাকদহ ব্লকে ঘেঁটুগাছি জিপির বেজপাড়া,বনমালীপাড়া হয়ে লোহা সমস্তিপুর পযর্ন্ত গাছের ডাল ভেঙে পরেছে। আম পরে নষ্ট হয়ে গেছে। আজ থেকে বৈশাখী মেলা হবার কথা ছিল। মেলার দোকান উল্টাপাল্টা হয়ে গেছে।পাশাপাশি চাঁদুড়িয়া এক নম্বর জিপিতে এগারো কেবি তারের অপর সুপুরির ডাল পরে বিদ্যুৎ সংযোগ চলে গেছে। মিত্র সংঘের পাশে আম গাছ পরে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।চাঁদুড়িয়া শ্মশান পাড়ায় ব্যাপক ক্ষতি। ক্ষতি হয়েছে ফলন্ত ধানে।ঝড়ের তান্ডবে ফলন্ত ধান গাছ শুয়ে পরেছে। ব্যাপক ক্ষতি কৃষকদের তারা ফলন্ত ধান আর ঘরে তুলতে পারবেনা।সীলা বৃষ্টি না বরফ বোঝা দায় গয়েশপুরে। মুষল ধারে বৃষ্টি তার সাথে আকাশ থেকে সিলা বৃষ্টি।সারা গয়েশপুর বরফে ঢেকে গিয়েছিল।
Home রাজ্য দক্ষিণ বাংলা চাকদহ ব্লকে ঘেঁটুগাছি জিপির বেজপাড়া, বনমালী পাড়া হয়ে লোহা সমস্তিপুর পযর্ন্ত কালবৈশাখীর...