দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ সারা বিশ্বের সঙ্গে এরাজ্যেও পালিত হল আন্তর্জাতিক মে দিবস। ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। ৪ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের সভায় পুলিশের আক্রমণে বহু শ্রমিক নিহত হন, গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয় চার শ্রমিক নেতাকে। পরে ১৮৯০ সালের ১ মে থেকে গোটা বিশ্বের শ্রমিকরা মে দিবস পালন করেন। তাই আজ সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলায় মে দিবস পালন করা হয়। কিন্তু এতদিন ধরে মে দিবস পালন করত বামপন্থী শ্রমিক সংগঠন। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মে দিবস পালন করা হল। আজ বীরভূম জেলার দুবরাজপুরে তৃণমূল কংগ্রেস পরিচালিত আইএনটিটিইউসি-র শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মে দিবস পালন করা হয়। এদিন দুবরাজপুর পৌরসভায় শহিদ বেদীতে মাল্যদান করে পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। মে দিবস উপলক্ষে দুবরাজপুর পৌরসভা থেকে একটি মিছিল করে পুরো শহর পরিক্রমা করা হয়। এই মিছিলে দুবরাজপুরের বেশ কয়েকটি শ্রমিক সংগঠন থেকে প্রায় এক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান তথা দুবরাজপুর শহর আইএনটিটিইউসি-র সভাপতি মির্জা সৌকত আলী, জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, কাউন্সিলার মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী সহ আরও অনেকে।