আবদুল হাই, বাঁকুড়াঃ”জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”…. মানব সেবাই ঈশ্বর সেবার শামিল। সেই মানবসেবা যদি নিজেদের জীবনের সেরা মুহূর্তে হয় তাহলে তা অপূর্ব সুন্দর, অনবদ্য হয়ে ওঠে। খড়গপুর নিবাসী সৌমাল্য গিরি এবং মন্দিরা গিরি এই দম্পতি তাদের প্রথম বিবাহ বার্ষিকী স্মরণীয় করে রাখার জন্য এক অভিনব মানবিক উপায় বেছে নিলেন। একটি দরিদ্র আদিবাসী গ্রামে ৫২ টি শিশুকে নিয়ে তাদের জন্মদিন উদযাপন করলেন। আদিবাসী গ্রামটির নাম বেলফুলিয়া অঞ্চলের লোটিহীর। গ্রামের শিশুদের নিয়ে কেক কাটলেন, দুপুরের তাদের খাবার বন্দোবস্ত করলেন, আর প্রত্যেককে দিলেন একটি করে রঙিন ছাতা। প্রখর গ্রীষ্ম চলছে,আর সামনেই বর্ষা। তাই রোদ- বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চাই ছাতা। শিশুদের ছাতা মাথায় বিদ্যালয় আর টিউশন যেতে কোন বাধা থাকবে না। এইরকম মানবিক একটি উদ্যোগে দেখে সকলেই এই দম্পতি খুব ভালোবেসে ফেললেন আর প্রাণ খুলে করলেন আশীর্বাদ। উনাদের চিন্তাভাবনা আর এই বিরল মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট