মানিকচক জুরে রাজমিস্ত্রী শ্রমিক কল্যান সমিতির তরফে শ্রমিক দিবস পালন করা হয়।

0
268

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আজ পয়লা মে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে শ্রমিক দিবস।জানা গেছে,সোমবার সকাল নাগাদ মানিকচক জুরে রাজমিস্ত্রী শ্রমিক কল্যান সমিতির তরফে শ্রমিক দিবস পালন করা হয়।উপস্থিত ছিলেন সকিম আনসারি,আসাদুল হক,টোটন মন্ডল,সাকিল আনসারি সহ অনান্যরা।এদিন মানিকচক ডেলি বাজার এলাকা থেকে একটি মিছিল করা হয়।বিভিন্ন জায়গা পরিক্রমা করে পুনরায় ডেলি মার্কেটে এসে শেষ হয় এ বিষয়ে সংগঠনের তরফ জানানো হয় আজকের দিন কি জন্য পালন করা হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।