ইডি র প্রতিনিধি দল বেশ কিছু জায়গায় হানা দিল।

0
133

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- ইডি র প্রতিনিধি দল রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ বেশ কিছু জায়গায় ইডি হানা দেওয়ায় । শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। জানা যায় রায়গঞ্জের ৫ জায়গায় এবং কালিয়াগঞ্জের দুটি জায়গায় একসঙ্গে হানা দেয় ইডি র প্রতিনিধি দল। ইডির এই হাওয়াকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। জানা যায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাসভবন সহ তার বিভিন্ন জায়গায় যে ব্যবসা রয়েছে সেই সমস্ত জায়গায় ইডি হানা দেয়। অপরদিকে কালিয়াগঞ্জের বাগুন বটতলী বাজার এলাকায় সুভ চৌধুরী ও কালিয়াগঞ্জ শহর রাজু মুদ্রা বাড়ি তে একযোগে ইডি হানা দেয়।