নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি ট্যুইট কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক মহলে।
শুভেন্দু অধিকারীর করা ট্যুইট টিতে গত ২৯ এপ্রিল জলপাইগুড়িতে তৃনমূল দলের সেকেন্ড কম্যান্ড অভিষেক ব্যানার্জির জনসংযোগ যাত্রার কর্মসূচি ছিলো তার সঙ্গে ছিলো গোপন ব্যালোটের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থি চয়ন প্রক্রিয়া।
সেই প্রক্রিয়ায় দলীয় নির্দেশ জারি করে জেলা শাশকের অধীনস্থ ৪৯ জন সরকারি কর্মচারী গোপন ব্যালটের ভোটে অংশ নেয় বলে নামের তালিকা প্রকাশ করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
যার মধ্যে পঞ্চায়েত দপ্তর থেকে জেলা শাশকের অন্যান্য গুরুত্বপূর্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নাম রয়েছে।
এই প্রসঙ্গে, বুধবার বিজেপি দলের জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি বুবাই কর তিব্র কটাক্ষ করে বলেন, রাজ্য সরকারের সার্ভিস রুল ভেঙেছেন এই সরকারি কর্মচারীরা, জেলা শাশোকের কাছে আমাদের আবেদন তিনি স্বপ্রণোদিত হয়ে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় আমরা আইনের পথে যাবো। বিষয়টি নিয়ে পশিচমবঙ রাজ্যসরকারী কমচারী ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিং রায় বলেন এটা রাজনৈতিক চকান্ত। আমাদের বদনাম করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে।
Home রাজ্য উত্তর বাংলা জেলা শাসকের অধীনস্থ ৪৯ জন সরকারী কর্মচারী সরাসরি তৃনমূলের দলীয় ভোটের প্রিসাইডিং...