পরিশ্রুত পানীয় জলের দাবি জোরালো হচ্ছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে।

0
332

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পরিশ্রুত পানীয় জলের দাবি জোরালো হচ্ছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে।সামনেই পঞ্চায়েত নির্বাচন।আর এই নির্বাচনের আগে এলাকায় পরিশ্রুত পানীয় জলের দাবি জোরালো হচ্ছে ফালাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকা দেওগাঁও গ্রাম পঞ্চায়েতে। প্রায় তিরিশ হাজার মানুষের বাস এই অঞ্চলে বলে জানা গিয়েছে। এতো জনসংখ্যা থাকা সত্বেও বাম জামানা থেকে বর্তমান তৃণমূল শাসিত সরকারের আমল পর্যন্ত এলাকার উন্নয়ণ নিয়ে বারবার অভিযোগ উঠতে দেখা গিয়েছে। বর্তমানে এলাকায় দলমত নির্বিশেষে সবচেয়ে বড় দাবি হিসেবে প্রকট হয়ে দেখা দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের। জানা গিয়েছে, মাত্রারিক্ত আয়রন থাকার ফলে বহু সরকারি গভীর নলকূপ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অঞ্চলের বেশিভাগ এলাকায় জলে মাত্রাতিরিক্ত আয়রন। ফলে সে জল পানের অযোগ্য। তাই দ্রুত এলাকায় পানীয় জলের দাবি জানিয়েছেন। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে দেওগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের কপালে কি পানীয় জল জুটবে?সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে গোটা অঞ্চল জুড়ে।