বাঁকুড়া, আবদুল হাই:-“পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও। তার মত সুখ , কোথাও কি আছে ? আপনার কথা ভুলিয়া যায়”…. কবি কামিনী রায়ের কবিতার লাইন গুলি মনে পড়ে গেল কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি পরোপকারী মানবিকতা পরিচয় পেয়ে। বাপ মরা মেয়ের বিবাহ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা। এই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পাটপুর গ্ৰামে। পাঁচ বছর আগেই বাবা ইহলোক ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বিধবা ভাতা থেকে যা পাওয়া যেত তা দিয়ে খুব কষ্ট করে সংসার চলতো। বিয়ের আগে মেয়ের লেখাপড়ার খরচ বহন করতো এই কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা। আচমকা মা তার মেয়ের বিয়ে ঠিক করে , বিয়ে তো ঠিক হয়ে গেল, বিয়ের খরচ কি করে জোগাড় হবে?এত টাকা পাব কোথায়? এই নিয়ে রাতের ঘুম উড়ে যায় মায়ের। একদিন এই ঘটনা কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তাদের খুলে বলেন। অসহায় মায়ের সব কথা শুনে আশ্বাস দেন মেয়ের বিবাহের যাবতীয় খরচ তারা বহন করবে।আজ ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তারা দাঁড়িয়ে থেকে বাপ মরা মেয়ের বিবাহ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন।বিলাস বহুল হোটেল পথিক বন্ধুতে ভোজের আয়োজন করা হয়। এই ধরনের ঘটনা দেখা যায় না বললেই চলে। এই বিরল মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
Home রাজ্য উত্তর বাংলা বাপ মরা মেয়ের বিয়ে দিয়ে নজির সৃষ্টি করলো কেয়ার ইন্ডিয়া বিষ্ণুপুর ওয়েলফেয়ার...