বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর প্রতিবাদে তালডাংরা থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির।

0
240

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ রাতের অন্ধকারে তালডাংরার বিজেপি কার্যালয়ে আগুন লাগানোর ঘটনার জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তির দাবিতে তালডাংরা বাজার এলাকায় প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হল। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনিল রুদ্র মন্ডল,জেলার সাধারণ সম্পাদক বিপদতারণ সেন সহ তালডাংরা মন্ডল এক ও দুই-র সভাপতি শতাধিক বিজেপি কর্মীরা।

প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মঙ্গলবার সন্ধ্যার পর তালডাংরা বাজার এলাকায় অবস্থিত বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় পরে তালডাংরা বাজার পরিক্রমা করার পর থানা প্রাঙ্গনে উপস্থিত হয় নেতৃত্ব সহ বিজেপি কর্মীরা। এবং থানার ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

থানা প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে পুলিশ ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন এই ঘটনা প্রসঙ্গে জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল।