রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর ও ইডি একসঙ্গে হানা দিল।

0
225

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর ও ইডি একসঙ্গে হানা দিল। আয় বহির্ভূত সম্পত্তির সন্ধানে দুই সংস্থার যৌথ হানা বলে জানা গিয়েছে। বিধায়কের বাড়ি সহ তিনটি ঠিকানায় তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন।স্থানীয় মানুষজন জানান, বুধবার সাত সকালে বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিন ইডির সঙ্গে সঙ্গে পিএসসির চেয়ারম্যানের (PSC chairman) বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এদিন তল্লাশি অভিযান নিয়ে কৃষ্ণকল্যাণীর আপ্ত সহায়ক বলেন, ‘আচমকাই বাড়িতে আসেন একদল গোয়েন্দা। প্রত্যেকের মোবাইল নিয়ে নেন তাঁরা।’ বিধায়কের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সূত্রের খবর, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর আরেকটি পরিচয় রয়েছে। তিনি ব্যবসায়ী বলে পরিচিত। তাঁর নামে একাধিক সংস্থা রয়েছে। কল্যাণী সলভেক্স নামে একটি সংস্থাও রয়েছে কল্যাণীর। এই সংস্থার আর্থিক লেনদেন নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিল ইডি। সংস্থার মাধ্যমে বেশ কয়েক কোটি টাকা পাচার হয়েছে বলে দাবি ইডির। অন্যদিকে কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর ও ইডির হানাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন কৃষ্ণকল্যাণীর আত্মীয় পরিজনরা। বিধায়কের এক আত্মীয় বলেন, ‘শুনলাম ইডি তল্লাশি চালাচ্ছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগেও হুমকি দিয়েছে। কারখানায়ও গিয়েছে।’