পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধে কার্যত উত্তেজনা পরিস্থিতি পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে, মঙ্গলবার সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বন সমর্থনকারীরা, এই পরিস্থিতিতে পুলিশ বাধা দিতে গেলে শুরু হয় বচসা,কার্যত ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের,প্রসঙ্গত সোমবার বিকেলে ময়নার বাকচার গোড়ামাহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে অপহরণ করে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে, এরপর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে ময়না, রাতে ময়না থানা ঘেরাও করে চলে বিক্ষোভ, পরের দিন সকাল বেলায় অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই কার্যত পথে নেমে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ, সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কার্যত এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কে নিশানা করেন তিনি, এরপর বক্তব্য রাখতে গিয়ে আজ অর্থাৎ বুধবার ১২ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় বিজেপির তরফে, আর সেই বনধ সফল করতে সকাল থেকে পথে নামে বিজেপি কর্মী সমর্থকেরা, কার্যত রাস্তায় টায়ার্ড চালিয়ে বিক্ষোভের শামিল হয় বিজেপি কর্মী সমর্থকরা, তাদের দাবি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে অবিলম্বে সেই দুষ্কৃতীদের শাস্তি দিতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোটা রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
Home রাজ্য দক্ষিণ বাংলা BJP র ডাকা ১২ ঘন্টা বনধে উত্তেজনা ময়নাতে,পুলিশের সাথে বচসা বনধ সমর্থনকারীদের।