তপন, নিজস্ব সংবাদদাতা: গ্রামীন জীবনের উন্নয়নের লক্ষে পাচ – পাচটা বছর ত্রিস্তর পঞ্চায়েত ভোটের পর আজও তপন ব্লকের বালাপুর অঞ্চলের তৃনমুল পরিচালিত মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীন জীবনের কোন উন্নয়ন হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ।না হয়েছে রাস্তা না হয়েছে এলাকায় সুষ্ঠ নিকাশি ব্যাবস্থ্যা। না পেয়েছে আবাস জোযনার ঘরবাড়ি বা শৌচাগার। এমন কি কেন্দ্রীয় কি রাজ্যের উন্নয়ন মুলক সরকারি প্রকল্পের সুবিধে সবাই পায়নি বলে অভিযোগ স্থানিওদের। পাশাপাশি এলাকার মুল যে সমস্যা সেই পানীয় জলের কোন সুরাহাই করতে পারে নি তৃনমুল পরিচালিত এই মালঞ্চ গ্রাম পঞ্চায়েত। যদিও মালঞ্চ গ্রাম পঞ্চায়েত প্রধান কৃষনা বর্মনের দাবি একমাত্র বালাপুর থেকে চ্যাচড়া পর্যন্ত রাস্তা করা সম্ভব হয় নি, এছাড়াও কয়েকটি রাস্তা করা না গেলেও পথশ্রী প্রকল্পের মধ্যমে বেশ কিছু রাস্তা করা হয়েছে। তবে তিনি সরকারি প্রকল্প না পাওয়ার ব্যাপারে অস্বিকার করে বলেন একমাত্র আধার কার্ড সংক্রান্ত ঝামেলা ও বাংলাদেশ থেকে আসা মানুষজন ছাড়া সবাই পেয়েছে।তবে তার এলাকায় পানীয় জলের সমস্যার কথা স্বিকার করে নিয়ে জানানতপনে তো জলের সমস্যা বরাবরের, নলকুপ, সাবমারসিবেল কোন কিছু থেকেই জল বেড়য় না জলের স্তর নেমে যাওয়ায়।এমত অবস্থায় পঞ্চায়েতে থাকা জলের ট্যাংক করে গ্রামে গ্রামে পরিষেবা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান।
যদিও এলাকার স্কুল শিক্ষিকা ও কৃষিজিবি সহ অনান্য বাসিন্দা থেকে টোটো চালকদের অভিযোগ পাচ বছর আগে পরিস্থিতি যা ছিল একটু উনিশ বিশ ছাড়া সব কিছু অনুন্নয়নের চিত্রটা প্রায় একই আছে।
এখন দেখার আগামী পঞ্চায়েত ভোটে এলাকার বাসিন্দারা এলাকার উন্নয়নের জন্য বিরোধীপক্ষ না শাসক দলের উপরেই তাদের আস্থা ফের রাখেন? সেটাই এখন বড় প্রশ্ন।