কৃষ্ণনগর দক্ষিনে তৃণমূলে ভাঙ্গন তৃণমূল ছেড়ে শতাধিক নেতা কর্মী যোগ দিল কংগ্রেসে।

0
163

নদিয়া, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভাঙ্গন।বুধবার বিকেলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার ২ নম্বর ব্লকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল স্থানীয় তৃণমূল নেতা সহ শতাধিক কর্মী সমর্থক। রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা কেন্দ্রের নওপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতে তৃণমূল ছাড়লেন কর্মী সমর্থকেরা। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করায় কিছুটা হলেও শক্তি বৃদ্ধি হল কংগ্রেসের। দলত্যাগী তৃণমূল কর্মীরা জানান, তৃণমূল কংগ্রেসে একনায়কতন্ত্র এবং দুর্নীতির প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেস এ যোগদান করল তারা। যদিও এই যোগদানে আমল দিতে রাজি নন তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান। তৃণমূল একটি সুশৃংখল দল যারা দলে থেকে দলের নিয়ম-নীতি মানবে না তারা তো যাবেই। যারা স্বার্থের জন্য রাজনীতি করে তারা এ দল ওদল করবে এটাই স্বাভাবিক। যারা দলে থেকে দলের নিয়ম নীতি মানবে না এরকম দু একজন তৃণমূল ছাড়লে, এতে দলের কোনও ক্ষতি হবে না।