নিজস্ব সংবাদদাতা, মালদা:—ইংলিশ বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী প্রতিভা সিংহের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এই দাবি নিয়ে এবারে পাল্টা আন্দোলনে নামলেন কাজী গ্রাম অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকরা।
উল্লেখ্য গত বুধবার এবং বৃহস্পতিবার মালদায় অভিষেক ব্যানার্জি নেতৃত্বে অনুষ্ঠিত হয় জনসংযোগ যাত্রা। আর এই কর্মসূচির মধ্যেই গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছিলো মালদার বিভিন্ন জায়গায়। এমনকি মালদার ইংরেজ বাজারের সাতটারিতে অভিষেক ব্যানার্জির কনভয় আটকেও বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস সমর্থকরা। শুধু কনভয় নয় ইংরেজ বাজারের সুস্তানি এলাকায় প্রার্থী বাছাই ভোটেও বিশৃঙ্খলা দেখা দেয় তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে। যদিও সমস্ত ঘটনাকে জমি মাফিয়াদের চক্রান্ত বলে পাল্টা কটাক্ষ করেছিলেন ইংলিশ বাজার ব্লক তৃণমূলের সভা নেত্রী প্রতিভা সিংহ। আর এবারে প্রতিভা সিংহের সমর্থনে ইংরেজ বাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে মিছিল করে এলাকারই উপ প্রধানের পদত্যাগের দাবি জানালো এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থকরা। ওই এলাকার তৃণমূল যুব নেতা সেখ জাকিরের দাবি কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান দূর্নীতির সঙ্গে যুক্ত তাই প্রতিভা সিংহ তাদের সমর্থন করছেন না। তারা বিজেপির সঙ্গে জড়িত হয়ে দলকে কালিমালিপ্ত করার চক্রান্ত চালাচ্ছে। তাই এরই বিরুদ্ধে আজকে তারা পঞ্চায়েত দপ্তরের সামনে মিছিল করে প্রতিভা সিংহ কে সমর্থন জানান। উল্লেখ্য এই পঞ্চায়েত দপ্তরের সামনেই গত শুক্রবার ব্লক সভানেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখেছিলেন ওই এলাকারই কিছু তৃণমূল কংগ্রেস কর্মী।
Home রাজ্য উত্তর বাংলা ইংলিশ বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী প্রতিভা সিংহের বিরুদ্ধে ওঠা অভিযোগ...