আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের আগে খুলে যাচ্ছে কহিনুর চা বাগান। আগামী সমবার থেকে খুলে দেওয়া হবে কহিনুর চা বাগান। খুশি চা শ্রমিকরা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার অন্তরগত কহিনুর চা বাগান বন্ধ ছিল প্রায় পাঁচ মাস। পাচমাস বন্ধথাকার পর শাসকদলের তৎপরতায় ভোটের মুখে তড়িঘড়ি খুলে দেওয়া হল ইস্টার্ন ডুয়ার্সের কোহিনুর চা বাগান। শুক্রবার মেরিকো এগ্রো ইন্ডাস্ট্রির হাত ধরে খুলে দেওয়া হয়েছে কোহিনূর চা বাগান। রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী বুলু চিক বাড়াইক এবং তৃনমূল নেতারা আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে, নারকেল ফাটিয়ে বন্ধ বাগান খুলে দেন। উপস্থিত ছিলেন মন্ত্রি বুলু চিক বড়াইক, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং তৃবমূল অন্যান্য নেতারা। শুনেনেব আলিপুর দুয়ার জেলা জেলা তৃনমূল সভাপতি প্রকাশ চিক বড়াইক, মেরিকো এগ্রো ইন্ডাস্ট্রির জেনারেল মেনেজার সরজিত সিনহা এবং চা শ্রমিক দের বক্তব্য।