দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সংশোধিত স্বীকৃত পরিকাঠামোয় উচ্চশিক্ষার মান উন্নয়নে দুইদিন ব্যাপী আলোচনা চক্র বালুরঘাটে। এদিন বালুরঘাট বিএড কলেজের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়। প্রথম দিনের এই সেমিনারের মাধ্যমে বালুরঘাট সহ মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, পুনে, বাংলাদেশ এবং জর্ডন থেকে অনলাইনে যুক্ত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা, কি নোট পার্সন ডঃ প্রদীপ্ত কুমার মিত্র, প্রিন্সিপাল জগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্র, বালুরঘাট বিএড কলেজের চেয়ারপারসন নব কুমার দাস, প্রিন্সিপাল ববি মহন্তা সহ অন্যান্যরা। সেমিনারে সকল শিক্ষানুরাগীরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ের বিস্তর আলোচনা হয় এই সেমিনারে।
Home রাজ্য উত্তর বাংলা সংশোধিত স্বীকৃত পরিকাঠামোয় উচ্চশিক্ষার মান উন্নয়নে দুইদিন ব্যাপী আলোচনা চক্র বালুরঘাটে।