আবদুল হাই, বাঁকুড়াঃ জীবনের ঝুঁকি নিয়ে নিত্যযাত্রীদের দিনের পর দিন যাতায়াত ট্রেকারে।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বামনিয়া থেকে ভায়া গোবিন্দপুর হয়ে কোতুলপুর পর্যন্ত যাবার রাস্তায় চোখে পড়বে যাত্রী পরিবহনকারী ট্রেকারের। যাত্রী নিরাপত্তার ব্যাপারে সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রেকারের ছাদে আর দুই দিকে বাদুড় ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে যাত্রীদের নিত্য যাতায়াত দেখলেই মনের মধ্যে সৃষ্টি হবে চরম আতঙ্কের।
অবিলম্বে অতিরিক্ত যাত্রী নেওয়া আটকানো আর ঝুলন্ত অবস্থায় যাত্রী পরিবহন বন্ধ করার জন্য প্রশাসনকে উদ্যোগী হতে হবে এমনটাই মনে করছে এলাকার সচেতন মানুষ আর সেটা যদি না হয় তবে যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।
Home রাজ্য দক্ষিণ বাংলা সরকারি নির্দেশ সেভ ড্রাইভ সেভ লাইফ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ট্রেকারে জীবনের...