নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট হওয়ার আগেই শুরু হয়েছে দলবদলের পালা। একইভাবে সিপিএম ও তৃণমূল থেকে প্রায় শতাধিক কর্মী যোগদান করল বিজেপিতে। এদিন সারা রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস, হার্মাদ বাহিনীর অত্যাচার, এছাড়াও বিজেপি কর্মীদের মারধর ও খুন করার প্রতিবাদে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের এক নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে। এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বিজেপির দাবি, তাদের এই প্রতিবাদ মিছিলে হাজার বিজেপি কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে পা মেলায়। যদিও প্রতিবাদী মিছিলের শেষে আয়োজন করা হয় প্রতিবাদী পথসভার, পথ সভার শেষে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন সিপিএম ও তৃণমূলের নিচু তলার শতাধিক কর্মী সমর্থক। বিজেপির দাবি, সারা রাজ্যজুড়ে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে সেই কারণে কর্মীরা আর আস্থা রাখতে পারছেন না তাই বিজেপিতে যোগদান করার হিরিক পড়েছে। প্রত্যেককে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী কামিনী মন্ডল বলেন, ২০১৮ সালে আমি সিপিএমের একজন পদ অধিকারী সৈনিক ছিলাম। এতদিন একনিষ্টভাবে দল করেছি, এখন সারা রাজ্য জুড়ে যেভাবে সন্ত্রাস এবং দুর্নীতি চলছে তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপিতে যোগদান করলাম। আগামী দিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ মেনে বিজেপি দলটি করব।