কোচবিহার শহর সংলগ্ন জেডি হাসপাতালে সংস্কারের কাজ শুরু করলো স্বাস্থ্য দপ্তর।

0
261

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: প্রায় দুই কোটি টাকা খরচ করে কোচবিহার শহর সংলগ্ন জেডি হাসপাতালে সংস্কারের কাজ শুরু হল। এদিন এই কাজের সূচনা করেন জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত বিশ্বাস, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ আরও অন্যান্য আধিকারিকরা।

জানা গিয়েছে, মহিষবাথান এলাকায় থাকা এই জেডি হাসপাতালে প্রথম দিকে মূলত টিবি রোগের চিকিৎসা হলেও বর্তমানে সব ধরনের প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরেই হাসপাতালটি বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ। ভগ্নপ্রায় বিল্ডিং, বেডগুলিরও খারাপ অবস্থা। এক্স-রে সহ বিভিন্ন মেশিন বিকল। এই পরিস্থিতিতে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করে সেখানকার পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাশাসক জানিয়েছেন,আগামী ছয় মাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

এদিন এবিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, আমরা কোচবিহার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জে ডি হাসপাতালে সংস্কারের কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। সেই হাসপাতালের কাজ আজ থেকে শুরু হলো। এই হাসপাতালের ভগ্নপ্রায় বিল্ডিং, সেখানে বেডগুলিরও খারাপ অবস্থা, এক্স-রে সহ বিভিন্ন মেশিন বিকল। এই পরিস্থিতিতে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ করে সেখানকার পরিকাঠামো বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।