নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাংলাকে বঞ্চনার অভিযোগ, অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নির্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠানোর তোড়জোড় শুরু। বাংলাকে বঞ্চনার অভিযোগে প্রধান মন্ত্রীকে ১ কোটি চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছিলেন অভিষেক। রবিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা পাড়া এলাকার উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, গত ২ বছর ধরে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। উপভোক্তাদেরও দাবি, কেউ টাকা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে, এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসাপাড়া এলাকার ১০০ দিনের কাজের উপভোক্তাদের থেকে চিঠি সংগ্রহের কাজ শুরু করেছে তৃণমূল। এদিন চিঠি লেখার জন্য সংশ্লিষ্ট এলাকায় ক্যাম্প করা হয়। এই রাজনৈতিক চাপানউতোরের মাঝে পড়ে শেষ পর্যন্ত কী ১০০ দিনের টাকা পাবেন জবকার্ড হোল্ডাররা? নাকি পঞ্চায়েত নির্বাচনের আগে এ নিয়ে রাজনীতিই চলবে ? প্রশ্ন উঠছে।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা পাড়া এলাকার উপভোক্তাদের থেকে...