পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ এলাকার বাসিন্দা মনোতোষ দে। তার একটি ছোট হাতি গাড়ি আছে যেটি তিনি ভাড়া দেন। তার গাড়ির নাম্বার-wb 41J 6804। তার এই নাম্বারটা প্লেটটি ব্যবহার করা হচ্ছে অন্য একটি গাড়িতে। কিছুদিন আগেই তার কাছে একটি ফাইনের মেসেজ আসে যদিও সেই সময় তার গাড়ি বাড়িতেই ছিল। ফাইন টি করা হয় রানাঘাট থেকে। যোগাযোগ করেছিলেন রানাঘাট থানার এসআইয়ের সাথে ইমেইল মারফত তিনি সমস্ত বিষয়টি জানান। রানাঘাট থানা থেকে তাকে ভিজিট করা হয় এবং সমস্যার সমাধান হয়ে যাবে সেই আশ্বাস দেয়া হয়। আজ সকাল বেলা হঠাৎই দেখতে পান তার নাম্বারটির ব্যবহৃত গাড়িটি তার সামনে দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তিনি গাড়িটি ডাইভার সমেত আটক করেন ও প্রশাসনকে জানান এবং বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে আসে ডাইভারটিকে। ক্যামেরার মুখোমুখি হয়ে গাড়ির মালিক মনোতোষ দে বলেন, গত ১৬ তারিখ আমার একটি মেসেজ আছে যেখানে আমার গাড়ির নাম্বার দিয়ে আমাকে সাড়ে পাঁচ হাজার টাকা ফাইন করা হয়। তাতেই আমার সন্দেহ হয় যে আমার গাড়িতো সেদিন কোথাও যাইনি আমার বাড়িতেই ছিল তাহলে ফাইন হলো কি করে। তাহলে নিশ্চয়ই জালিয়াতি করে আমার নাম্বার ব্যবহার করে অন্য একটি গাড়ি চালানো হচ্ছে। তারপর আমি সমস্ত বিষয়টি রানাঘাট থানার এসআই কে জানাই। আজ আমি হঠাৎই দেখতে পাই আমার নাম্বার প্লেট ব্যবহার করি, অন্য একটি গাড়ি যাচ্ছে তখনই আমি ড্রাইভারকে আটক করি এবং পুলিশকে খবর দিই।