আবদুল হাই, বাঁকুড়াঃ বারংবার আবেদন করা হলেও গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। খানাখন্দে ভরা বর্ষায় সেই কাঁচা রাস্তাই হয়ে ওঠে চলাচলের অযোগ্য। নদী পারাপারের জন্য সেতু নেই। গ্রাম জুড়ে রয়েছে জলের সঙ্কট। এই পরিস্থিতিতে গ্রাম জুড়ে পোস্টারিং করে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের মানুষ। এই ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের হানুলিয়া ও মাকা গ্রামের। বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের হানুলিয়া ও মাকা এই দুটি গ্রামের অবস্থান একেবারেই দারকেশ্বর নদের পাড়েই। দুটি গ্রামের প্রায় সাড়ে ছ’শো বাসিন্দার লেখাপড়া থেকে বাজার হাট সবকিছুর জন্যেই নিত্যদিন দৌড়তে হয় কেঞ্জাকুড়া গ্রামে। গ্রাম থেকে পায়ে হেঁটে দারকেশ্বর নদ পেরিয়ে যেখানে আধ ঘন্টারও কম সময়ে পৌঁছে যাওয়া যায় কেঞ্জাকুড়ায় ,সেখানে গাড়ি বাইক বা সাইকেলে চড়ে যেতে হলে ঘুরপথে দারকেশ্বর নদের সঞ্জীবনী সেতুর উপর দিয়ে পাড়ি দিতে হয় প্রায় ১২ কিলোমিটার। সময় লাগে প্রায় দেড় ঘন্টা। গ্রামের কাঁচা রাস্তা বারবার আবেদন নিবেদনেও পাকা হয়নি। নিজেদের পরিকাঠামোগত এই সমস্যাগুলি সমাধানের দাবীতে এবার পঞ্চায়েত নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করল হানুলিয়া ও মাকা গ্রামের বাসিন্দারা। গ্রামের দেওয়ালে দেওয়ালে রীতিমত পোস্টারিং করে ভোট বয়কটের ঘোষণা করেন গ্রামবাসীরা। দেখানো হয় বিক্ষোভও। গ্রামবাসীদের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।