চন্দ্রকোনারোড শহরের প্রাণকেন্দ্রে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হলো।

0
282

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ,চন্দ্রকোনারোড আঞ্চলিক শাখা ও ভারতীয় গণনাট্য সংঘ ছান্দসী শাখার উদ্যোগে চন্দ্রকোনারোড শহরের প্রাণকেন্দ্রে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপিত হলো।সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিমল চন্দ্র রায়।স্বাগত ভাষণ দেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আঞ্চলিক শাখার সম্পাদক নীলাঞ্জন ব্যানার্জী।উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ জন।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গণনাট্য সঙ্ঘের ছান্দসী শাখার শিল্পী বৃন্দ।আবৃত্তি,রবীন্দ্র সঙ্গীত,কবি কণ্ঠে কবিতা পাঠ ,আলোচনা সংগঠিত হয়।উপস্থিত ছিলেন লিপিকা বারিক,স্বরূপ চক্রবর্তী,রঞ্জন,রিসিলা ঘোষ,আনিসা ঘোষ,অমিয় কোলে,দোলন হাজরা,শ্যমাপদ দত্ত,রুমা রায়,বিদ্যুৎ সিং,দিলীপ রায়,কানাই সিং,অপূর্ব ব্যানার্জী,উত্তম পানি,পবন লোধা,বিমান ঘোষ,গণপতি ঘোষ,শ্যামল রায় ও গড়বেতা আঞ্চলিক শাখার সভাপতি শুভাশিস কুন্ডু সহ বহু গণতান্ত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।।