ডি এ আন্দোলনের জন্য কলকাতা চলে যেতে পারছে, অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বিদ্যালয়ে আসতে পারছেন না, মন্তব্য এক অভিভাবকের।

0
151

আবদুল হাই, বাঁকুড়াঃ তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, গানটির কথা গুলো আজ মনে পড়ে গেল।আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর জুনিয়ার হাইস্কুলের শিক্ষকদের দেখা পাওয়া গেল না।আজ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মদিন পালন হচ্ছে ভারতবর্ষ জুড়ে।বিদ্যালয় থেকে শুরু করে মহাবিদ্যালয়,ক্লাব এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানে এই মহান দিনটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে।এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর জুনিয়ার হাইস্কুলে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন হল না। গ্ৰীষ্মের ছুটির কারণে ভুলেই গেলেন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।সূত্রের খবর গতকাল কয়েকজন শিক্ষক বিদ্যালয়ে আসেন কিন্তু এই মহান দিনটিতে কোনো শিক্ষক এর দেখা পাওয়া গেল না। অভিভাবকেরা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন না হওয়াটা শিক্ষক মহাশয়দের একটা মস্ত বড় ত্রুটি অভিভাবক হিসেবে আমরা খুবই লজ্জিত।আরো জানান উনারা ডি এ এর জন্য কলকাতা যেতে পারেন, অথচ আজকের দিনে আসতে পারেন না।