জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পাচারের আগেই ১৫৪ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল করিম। ভারত-বাংলাদেশ সীমান্তের সন্ন্যাসীকাটা অঞ্চলের নাকুগছের বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি রেজিস্ট্রশন ছাড়া মোটর বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জটিয়াকালি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল সংগ্রহ করেছিল ওই যুবক। এরপর নারায়ণজোত হয়ে সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ যুবককে আটক করেছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা পুরো ঘটনা তদন্ত করে বের করছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Home রাজ্য উত্তর বাংলা পাচারের আগেই ১৫৪ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি জেলার...