পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রবিবার বর্ধমান স্টেশনে মধ্য রাতে দোকানপাট এবং ট্যাক্সিতে ভাঙচুর চালায় ১০-১২ জন দুষ্কৃতী। তৃনমূল নেতা গোলাপ সনকার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার নেতৃত্বে বর্ধমান স্টেশনে দুষ্কৃতীরা ভাঙচুর করে গাড়ি এবং দোকানপাঠ। তারপর এই ভাঙচুরের তদন্ত শুরু করে বর্ধমান থানার পুলিশ। সেই ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত তৃনমূল নেতা গোলাপ সোনকারকে গ্ৰেফতার করে সোমবার বর্ধমান থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত গোলাপ সোনকারকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।বর্ধমান থানা থেকে অভিযুক্তকে বার করার সময় তাকে গ্ৰেফতার করা হলো কেনো সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন ইফতেকার আহমেদ ওরফে পাপ্পুর নেতৃত্বে গ্ৰেফতার হয়েছেন তিনি ।দল পাশে আছেও বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সোমবার প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি ইফতেকার আহমেদের অনুগামীরা এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে।