বাংলা সোনার মেয়ে স্নেহা চার চারটি সোনা নিয়ে বাড়ি ফিরল।

0
473

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বাংলা সোনার মেয়ে স্নেহা চার চারটি সোনা নিয়ে বাড়ি ফিরল। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস হাওড়া জেলা বালি এলাকায়। বালির মেয়ে স্নেহা ঘরামি কেরলে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চামম্পিয়ন শিপে এককভাবে এবং দলগতভাবে চারটি সোনা জিতে ঘরে ফিরলেন । চেন্নাই এক্সপ্রেসে হাওড়ার সাঁতরাগাছিতে এসে নামেন তিনি। সঙ্গে ছিলেন স্নেহার বাবা, মা ও শিক্ষাগুরু। টাকার অভাবে যখন তার এই প্রতিযোগিতায় যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল তখন খবর পেয়ে ডোমজুড়ের বিধায়ক তথা তৃণমুলের হাওড়া জেলা সভাপতি কল্যাণ ঘোষ এগিয়ে আসেন এবং স্নেহাকে আশি হাজার টাকা দেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন‍্য। স্নেহা বলেন আমি সবার যাহায‍্য পেয়ে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। পরবর্তীকালে আমি আরও দূর এগোতে চাই। আর তার লক্ষ্যেই আমি এগিয়ে যাব। প্রতিভাবান বাঙালি সোনার মেয়েকে বরণ করতে হাজির বিধায়ক সহ এলাকার বাসিন্দারা। হুটখোলা জিপে করে কল্যাণ ঘোষ এবং উৎসুক জনতা বাংলার গর্ব স্নেহা ঘরামি নামে ধ্বনি দিতে দিতে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। গর্বিত স্নেহার শিক্ষাগুরু থেকে শুরু করে বাবা মা।