নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ সম্পর্কের জেরে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হানা । নবদ্বীপের খরের মাঠ নতুন পাড়া এলাকার ঘটনা । জানা যায় আজ সকাল প্রায় ১০ টা নাগাদ ঐ এলাকার বাসিন্দারা দেখতে পান যে একটি আম গাছে ফাঁস দিয়ে ঝুলছে ঐ এলাকার এক যুবক অনিল মাহাতো এবং পাশেই অনামিকা দাস নামে একটি গৃহবধুর পেটে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় পরে আছে । পুলিশকে খবর দিলে নবদ্বীপ থানার পুলিশ এসে সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ ঐ যুবক এ গৃহবধুকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।স্থানীয় সুত্রে জানা যায় অবৈধ্য সম্পর্কের জেড়েই এই ঘটনা ।