গোপন ব্যালট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাঁচল স্টেডিয়াম মাঠে।

0
117

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —এক সপ্তাহ আগেই যে মাঠে রাত্রিবাস করেছিলেন অভিষেক।৯ টি ব্লকের ৮৭ টি অঞ্চলের প্রার্থী বাছাইয়ের গোপন ভোট প্রক্রিয়া হয়েছিল সেই মাঠে। নিজেদের মনের প্রার্থী বাছাই করতে বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার তৃণমূল কর্মী এসেছিলেন ভোট দিতে। কিন্তু সেই গোপন ব্যালট চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাঁচল স্টেডিয়াম মাঠে।যে চিত্র সামনে আসতে প্রশ্ন উঠেছে ভোট প্রক্রিয়া নিয়ে।প্রসঙ্গত চলতি মাসের ৩ তারিখ নব জোয়ার কর্মসূচি নিয়ে চাঁচল স্টেডিয়াম মাঠে এসেছিলেন অভিষেক ব্যানার্জি।বিভিন্ন ভোট দান কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ নিয়ে বিশৃঙ্খলা ছড়িয়েছিল। অভিষেক মঞ্চে উঠতেই দলীয় কর্মীদের একাংশ গিয়ে সেই অভিযোগ করেছিলেন। আর সাতদিন পরে চাঁচল স্টেডিয়াম মাঠে বিভিন্ন এলাকার গোপন ভোটের ব্যালট পেপার পড়ে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কি সত্যিই স্বচ্ছ ভাবে ভোট হয়নি?মানা হয়নি অভিষেকের নির্দেশ?এমনটাই প্রশ্ন তুলেছেন দলেরই কর্মীরা। রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে দলের অন্দরে। অস্বস্তিতে শাসক দল। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।