ঘর আলো করতে গিয়েছিল বাজারে,  কিন্তু অন্ধকার নেমে আসলো পরিবারে।

0
285

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ঘরের জন্য বৈদ্যুতিক বাল্ব কিনতে গিয়ে বাড়ি ফেরা হল না বৃদ্ধের। পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো ৬০উর্ধ্ব হেলা দাসকে। মৃতব্যাক্তি পেশায় দিনমুজুর ছিলেন। সংসারে একমাত্র উপার্জনশীল ব্যক্তি, একটি মেয়ের বিয়ে দেওয়া এখনো বাকি। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম জোড়াই পাকা রাস্তায়। কুমার গ্রামের এন্ডিবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ওই বৃদ্ধ সোমবার বিকেলে বাড়ি থেকে কুমারগ্রাম বাজারে গিয়েছিল বৈদ্যুতিক বাল্ব কিনতে। সারারাত বাড়ি না ফেড়ায়, খোজাখুজি শুরু করেদিয়েছিল বাড়ির লোকেরা। রাত পেরিয়ে সকাল হলে নজরে আসে রাস্তার থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতর পড়ে রয়েছেন নিথর দেহ। মৃত ব্যাক্তির মেয়ে জানিয়েছেন বারবিশা থেকে কুমারগ্রামের অভিমুখে যাওয়া একটি য়াত্রিবাহি বাস তার বাবাকে ধাক্কামেরে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। জানা গিয়েছে সে সময় রাস্তার অপর প্রান্তে থাকা দুই জন মোটর সাইকেলে আরহিকে ধাক্কা মারে ঐপাব্লিক বাসটি। গাড়ির ধাক্কায় রাস্তা থেকে কিছুটা দূরে জঙ্গলের ভিতরে ছিটকে পরে যায় ঐ বৃদ্ধ, যার ফলে রাতের আন্ধকারে কারো নজরে আসেনি এমনটাই মনে করছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে দেহ নজরে আসে স্থানীয়দের। প্রতিবাদ জানিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে পথ অবরোধ করে তারা। ঘটনাস্থলে কুমারগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে য়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনায় শোকের ছায়া কুমারগ্রামের এন্ডিবাড়ি এলাকায়।