নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকার সীমান্তবর্তী গ্রাম প্রতাপপুর এ অঙ্গনারী শিক্ষা কেন্দ্রে পালন করা হলো রবীন্দ্রজয়ন্তী উৎসব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বাঙালি জাতির গর্বের। মঙ্গলবার ছিল রবীন্দ্র জয়ন্তী। নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ২৫ শে বৈশাখ জন্মগ্রহণ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। গতকাল তার জন্ম জয়ন্তী উপলক্ষে গোটা দেশজুড়ে পালন করা হয়েছে, একাধিক সংস্কৃতিক অনুষ্ঠান। তবে রবীন্দ্রজয়ন্তীর রেশ কাটেনি আজও।
প্রতাপপুর অঙ্গনারী প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার দিন মহাসমারোহে পালন করা হলো রবীন্দ্রজয়ন্তী উৎসব। অঙ্গনারী শিক্ষা কেন্দ্রের একাধিক ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নাচে গানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষিকারা পালন করলেন রবীন্দ্রজয়ন্তী উৎসব। এক শিক্ষিকা জানেন মূলত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান এবং নাচের প্রভাব বিস্তার করার জন্যেই এদিনে এই রবীন্দ্রজয়ন্তীর উৎসব পালন করা হয়। এই সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুশি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকেরাও।