পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের হিরাডিহিতে পুরসভার ডাম্পিং ইয়ার্ডের তালা খুলে দিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। বুধবার সন্ধ্যেয় পুরসভায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বের সঙ্গে বৈঠক হয় পুর কর্তৃপক্ষের। তারপরেই শর্তসাপেক্ষে ডাম্পিং ইয়ার্ডের তালা খুলতে সম্মত হয় ভারত জাকাত মাঝি পরগনা মহল। সংগঠনের অবিভক্ত মেদিনীপুর জেলার সহ-সভাপতি মনোরঞ্জন মুরমু বলেন জাতীয় পরিবেশ আদালতের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। আপাতত পুরসভাকে তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছে। নয় জন সদস্যের একটা কমিটি প্রকল্পের কাজ কতটা এগোলো তার উপর নজরদারি করবে। প্রতিমাসে এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করবে পুরসভা। পুরসভা দাবি মেনে নেওয়ায় তালা খুলতে সম্মত হয় সারা ভারত জাকাত মাঝি পরগনা মহল ।
Home রাজ্য দক্ষিণ বাংলা খড়্গপুরের হিরাডিহিতে পুরসভার ডাম্পিং ইয়ার্ডের তালা খুলে দিল ভারত জাকাত মাঝি পরগনা...