জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ওয়ার্ডের গণ দেবতাদের সন্মান জানাতে জোড়া আত্নহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে গ্রেফতার তৃণমুল কাউন্সিলরকে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারিত করার দাবি জানালো সিপিএম।
ওয়ার্ডের বাসিন্দা দের কথা চিন্তা করে কাউন্সিলরের পদ থেকে সরানো হোক
এই ঘটনা প্রসঙ্গে সি পি এমের জেলা কমিটির সদস্য তথা প্রাক্তণ পৌর সভার কাউন্সিলর প্রদীপ দে জানান, জলপাইগুড়িতে যে কোনো সে জমি নিয়ে দুর্নীতি হোক বা পুরসভার দুর্নীতি সব ক্ষেত্রেই শাসক দলের নেতাদের জড়িত থাকার অভিযোগ উঠছে।
এই ক্ষেত্রে এখন আইনের পথেই সঠিক বিচার হবে এটাই আশা করছি।