নিউ এক্সপো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

0
262

নিজস্ব সংবাদদাতা, মালদা:-  নিউ এক্সপো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরীসহ অন্যান্যরা।
ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নিউ এক্সপো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রামকৃষ্ণ মিশন সংলগ্ন ময়দানে শুরু হয় নিউ এক্সপো মেলা। চলবে প্রায় দেড় মাস। এবার এক্সপো মেলার মধ্যেও প্রতিযোগিতা। কয়েক দশক ধরে মালদা শহরে আসে এক্সপো মেলা। হিন্দি স্কুল ময়দানে মেলার আয়োজন করা হয়। এবার একই সময় ধরে পার্শ্ববর্তী ময়দানে নিউ এক্সপো মেলার সূচনা করা হয়।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দুই জায়গাতেই চলছে মেলা। বিভিন্ন রাইড রয়েছে শিশু ও বড়দের জন্য। তীব্র দাবদহে সন্ধ্যেবেলা মানুষ মেলার আনন্দ উপভোগ করতে পারবেন।