মহিষ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, গেপ্তার গাড়ির চালক।

0
216

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-কন্টেনার গাড়ি বোঝাই করে বিহার থেকে পশ্চিম বঙ্গ হয়ে মেঘালয়ের দিকে পাচার করা হচ্ছিল মহিষ। বুধবার ভোররাতে গোপন সুত্রে সে খবর আসে কুমার গ্রাম থানার বারবিশা ফাড়ির পুলিশের কাছে। সে মোতাবেগ আলিপুরদুয়ার জেলার বারবিশা নিউ টাউন এলাকায় নাকা চেকিং শুরু করে বারবিশা ফাড়ির পুলিশ, ৩১ নং জাতির সড়ক ধরে আসা একাধিক কন্টেনার গাড়িতে তল্লাসির পর অবশেষে মেলে সাফল্য। উদ্ধার হয় ২৮ টি মহিষ। গেপ্তার করা হয় গাড়ির চালককে। গেপ্তার হওয়া গাড়ির চালকের নাম জহিরুল দেউয়ান, দৃত ব্যক্তি আসামের কোকড়াঝার জেলার গোসাইগাও থানা এলাকার বাসিন্দা। পুলিশ সুত্রে জানাগিয়েছে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মহিষ পরিবহনের বৈধ কাগজ দেখাতে পারেননি। বুধবার দৃত ব্যাক্তিকে আলিপুরদুয়ার আদালতে পেস করা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।উদ্ধার হওয়া মহিষ গুলিকে বারবিশা লালস্কুলের একটি খামারে দেখভালের জন্য রাখা হয়েছে।